ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত : ২০:০১, ৬ জুলাই ২০১৯

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কলোনি এলাকায় এ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার সাবেক মেয়র এসএম মঈন প্রমুখ।

ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার জানান, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে প্রায় ১৩কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এতে পুরুষ মুসল্লী ছাড়াও মহিলাদের নামাযের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০তলা উচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশন অফিস, লাশ ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধিদের নামাজ ব্যবস্থা, বিশাল শাহান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির সুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিম/খাদেম থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা ব্যবস্থা থাকবে।

এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি