ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মতিঝিলে নভোএয়ারের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৩১, ৬ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর প্রাণ কেন্দ্র মতিঝিল ও এর আশপাশের এলাকার যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে মতিঝিলে নিজস্ব বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বৃহস্পতিবার নভোএয়ারের মতিঝিল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল হক, নভোএয়ারের হেড অব ফাইনান্স গোলাম সারওয়ার, নভোএয়ারের মার্কেটিং এন্ড সেলস সিনিয়র ম্যানেজার এ কে এম মাহফুজুল আলমসহ নভোএয়ার ও বিভিন্ন ট্রাভেল এজেন্সীর উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 মতিঝিল ও এর আশপাশের যাত্রীরা ট্রাভেল এজেন্সীর পাশাপাশি নভোএয়ারের বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সী ও বাণিজ্যিক সংস্থাগুলোকে সেবা প্রদান করা হবে।

নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট ও সৈয়দপুর প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে কলকাতা প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি