ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মতিঝিলে পাহাড়িদের ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ১৫ জানুয়ারি ২০২৫

রাজধানীর মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে বিক্ষোভরত পাহাড়িদের ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র নামে সংগঠনের লোকজনের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মতিঝিল এনসিটিবি–সংলগ্ন মেট্রোরেলের নিচে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— শ্রেষ্ঠা রূপাইয়া (২৪), ইসাবা শুহরাত (২৫), রেংইয়ং ম্রো (২৭), ফুটন্ত চাকমা (২২), ধনজেত্রা (২৮), অনন্ত ধামায় (৩৫), ডিবিসির সাংবাদিক জুয়েল মার্ক (৩৫), শৈলী (২৭), দনওয়াই ম্রো (২৪) তনিচিরাং (৩০)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন আহত হয়ে হাসপাতালের এসেছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতিঝিলে ’সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত অনেকেমতিঝিলে ’সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত অনেকে।

এর আগে, স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দ বাদ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত ১২ জানুয়ারি এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। চিত্রকর্মটি পুনর্বহালের জন্য আদিবাসী ছাত্র–জনতা এনসিটিবি ঘেরাও করতে গেলে এই সংঘর্ষ হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি