ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মতিয়াকে তিন দিনের আল্টিমেটাম জাবির আন্দোলনকারীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ১০ এপ্রিল ২০১৮

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারে এ আল্টিমেটাম দেওয়া হয়েছে। বক্তব্য প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষিমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার হুমকিও দিয়েছে তারা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনকারীদের পক্ষে এ ঘোষণা দেন জাবির সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক খান মুনতাসির আরমান।

মুনতাসির বলেন, ‘আন্দোলনকারীদের “রাজাকারের বাচ্চা” বলে গালি দেওয়ার মাধ্যমে কৃষিমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন। কেননা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমরা এ আন্দোলন করছি। তিনদিনের মধ্যে ক্ষমা না চাইলে তাকে জাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

প্রসঙ্গত, গতকাল সোমবার সংসদ অধিবেশনে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তুলাধুনা করেন মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো।’

একে//টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি