ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মদ্রিচকে রোনালদোর অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ৭ সেপ্টেম্বর ২০১৮

সাবেক সতীর্থ লুকা মদ্রিচকে অভিনন্দন জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান সাবেক রিয়াল তারকা রোনালদো।

গত মাসের শেষ দিকে সাবেক ক্লাব সতীর্থ রোনালদো ও লিভারপুলের মোহামেদ সালাহকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলার হন ৩২ বছর বয়সী মদ্রিচ। বৃহস্পতিবার পর্তুগালের সঙ্গে এক প্রীতি ম্যাচের পর ক্রোয়েশিয়ার অধিনায়ক সাংবাদিকদের জানান, অভিনন্দন জানানোর পাশাপাশি পুরস্কারটি তার প্রাপ্য বলেও এক বার্তায় উল্লেখ করেন জুভেন্টাস তারকা।

“ক্রিস্তিয়ানো আমাকে একটা বার্তা পাঠিয়েছিল। আমাকে অভিনন্দন জানিয়েছিল এবং বলেছিল যে, সে আমার জন্য খুশি। তার মতে এটা আমার প্রাপ্য ছিল,” যোগ করেন মদ্রিচ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি