ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিংকেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৪ জানুয়ারি ২০২৪

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। গাজায় তিন মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশংকার কারণে ব্লিংকেন আবারও মধ্যপ্রাচ্য সফর করছেন।

স্থানীয় সময় আজ সন্ধ্যায় রওনা দেবেন তিনি। এতথ্য জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার দিনের শেষে তিনি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করবেন। এ সময়ে তিনি ইসরাইলও সফর করবেন।

ব্লিঙ্কেনের এই সফরের ঘোষণা এমন এক সময় এলো যখন বৈরুতে ইসরায়েলের সন্দেহভাজন হামলায় হামাসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে বিদ্যমান আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি