ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের ওপর অব্যাহত হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী জাহাজ মোতায়েনের সংখ্যা দুটিতে উন্নীত করছে। সেখানে থাকা আগের রণতরীটি বহাল থাকবে এবং ইন্দো-প্যাসিফিক থেকে আরেকটি পাঠানো হবে।

ইরানের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন পারমাণবিক আলোচনায় বসার জন্য, অন্যথায় ইরানের স্থাপনাগুলোতে হামলার ইঙ্গিত দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ইরানের প্রক্সি হিসেবে পরিচিত ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা এলো।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি, আগ্রাসন রোধ এবং এই অঞ্চলে অবাধ বাণিজ্য প্রবাহ রক্ষার জন্য ‍‍`কার্ল ভিনসন‍‍` রণতরীটি মধ্যপ্রাচ্যে ‍‍`হ্যারি এস. ট্রুম্যান‍‍`র সঙ্গে যোগ দেবে। সেই সঙ্গে অতিরিক্ত স্কোয়াড্রন এবং অন্যান্য বিমান সম্পদ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি হুমকি দেন, মধ্যপ্রাচ্য সংঘাতকে আরও বিস্তৃত বা বৃদ্ধি করার যে কোনো রাষ্ট্রীয় বা অ-রাষ্ট্রীয় পক্ষকে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হুমকি দেন, হুতিদের জন্য স্পষ্ট বার্তা - মার্কিন জাহাজে গুলি চালানো বন্ধ কর, এবং আমরা তোমাদের উপর গুলি চালানো বন্ধ করব। অন্যথায়, আমরা কেবল শুরু করেছি, এবং আসল যন্ত্রণা এখনো আসেনি হুথি এবং ইরানে তাদের পৃষ্ঠপোষক উভয়ের জন্য।

ট্রাম্প উল্লেখ করেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে তবে বোমা হামলা চালানো হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি