ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের উদ্বেগ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ৫ আগস্ট ২০২৪

জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার জন্য রোববার ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছেন। এই সময় তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী এন্তোনিও তাজানি এই কথা বলেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আমাদের অংশীদারদের সাথে একসাথে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিষয়সমূহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি।

চলতি বছরের জি-৭ এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে ইতালি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা এই বিবৃতিতে আরও বলা হয়েছে, সংলাপ ও সংযমের পথে বাধা সৃষ্টি করবে এমন কাজ থেকে বিরত থাকতে আমরা সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এছাড়া মন্ত্রীরা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য আলোচনার অগ্রাধিকারের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি