ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার থেকে রমজান শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ১৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

কাতারের আকাশে আজ পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে। তাই কাল থেকেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আজ বুধবার রাত থেকেই তারাবি নামাজ আদায় করবে মুসল্লিরা।

এর আগে কাতারের স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আকাশে চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ তথ্য নিশ্চিত করার পর বৃহস্পতিবার থেকেই মাহে রমজান শুরু হবে বলে জানিয়েছেন চাঁদ দেখা কমিটি।

তারাবি নামাজের জন্য কাতারের মসজিদগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লদিরে মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি