ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যরাতে এইচটি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতা পরিচয়ধারীদের তল্লাশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ৫ মার্চ ২০২৫ | আপডেট: ১০:০৩, ৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ঢুকে পড়ে একদল ব্যক্তি। যাদের দাবি, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। পরে যৌথ বাহিনী আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। প্রথমে তাদের আটকে দিলেও পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি।

মঙ্গলবার রাত ১২টায় গুলশান দুইয়ের ৮১ নম্বর রোডের একটি বাড়িতে তল্লাশির নামে দরজা ভেঙে ঢুকে পড়ে ছাত্র-জনতা পরিচয়ধারী লোকজন।

৪০/৫০ জনের দলটির দাবি এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। বাড়িটিতে অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে তারা সেখানে ঢুকেছেন বলে দাবি করেন।

তবে বাড়িতে থাকা সদস্যদের দাবী এটি তানভীর ইমামের বাড়ি নয়। এটি তানভীর ইমামের সাবেক শ্বশুর রহমান সাহেবের বাড়ি। ২০০১ সালে তার মেয়ের সঙ্গে তানভীর ইমামের বিচ্ছেদ হয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ-‌র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। এরমধ্যেই ঘরের ভেতরের সবকিছু এলোমেলা করে ফেলে তারা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চেষ্টা করে পালিয়ে যাওয়ার। কিন্তু তাদের আটকে দেওয়া হয়। এসময় তাদের কাছে ছিলনা তল্লাশির কোনও সঠিক ব্যাখ্যা।

ঘটনার পর প্রায় দুই ঘণ্টা কেটে যায়। তবে কাউকে আটক বা গ্রেপ্তার না করে ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলাবাহিনী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি