মধ্যরাতে কাওরানবাজার মনিটরিংয়ে নামে শিক্ষার্থীরা
প্রকাশিত : ১২:১৭, ১১ আগস্ট ২০২৪
রাজধানীর কাওরান বাজারে চাঁদাবাজি ও অতিরিক্ত বাজার মূল্যে রোধে মনিটরিং করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় চালান কপিতে অসঙ্গতি ও পাইকারি ক্রেতাদের মেমো না দেয়ায় সর্তক করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরি অব্যাহত থাকবে বলেও জানায় তারা।
শনিবার রাত ১২টার দিকে কাওরান বাজারের কাঁচাবাজার মনিটরিং আসে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় কাওরান বাজারে প্রবেশের পর কাঁচামাল ভর্তি ট্রাকের চালান কপি পেলেও তাতে ক্রয়মূল্য না থাকায় আড়ত মালিককে সর্তক করেন শিক্ষার্থীরা।
তবে আড়ত মালিকরা বলছেন, গ্রাম থেকে কাঁচামাল ক্রয় করার সময় মেমো থাকে না। তবে এখন থেকে মেমো রাখার ব্যবস্থা করা হবে।
গ্রাম থেকে ৩০ টাকায় কেনা পণ্য কাওরান বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে আড়ত মালিকরা। আবার পাইকারি ক্রেতাদের মেমো দিচ্ছেন না তারা।
শিক্ষার্থীরা জানান, ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছেন। তারা বলছেন যদি এভাবে নিয়মিত আসেন তাহলে প্রতিদিন আপনাদেরকে এই জিনিসটা বলবো। কিন্তু এখন আমাদের একটু ভয় কাজ করছে।
শিক্ষার্থীরা বলেন, “আমরা চাচ্ছি আড়ৎদার একটা মেমো দিবে, সে অনুযায়ী খুচরা বিক্রেতা পর্যায়ে আমরা পর্যবেক্ষণ করবো।”
বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আড়ত মালিককে সর্তক করার পর ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার্থীরা বলেন, “ভোক্তা অধিদপ্তর আমাদের সঙ্গে আসুক, আমরা মিলে কাজ করি। ইতিমধ্যে কারওয়ান বাজারের অনেক ফাঁক-ফোকর আমাদের কাছে স্পষ্ট হয়েছে।”
চাঁদাবজিসহ যে কোন ধরনের অপরাধ রোধে মাঠে থাকবে বলেও জানায় তারা।
এএইচ
আরও পড়ুন