ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যরাতে শুটিংয়ে শাহরুখ-ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কাজ প্রিয় মানুষের কাছে সকাল-সন্ধ্যা বা রাত বলে কিছু নেই। কাজকে ভালোবেসেই তারা সময় পার করে দেন। এমন ঘটনাই ঘটেছে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের বেলায়।

সম্প্রতি ‘জিরো’ ছবির শুটিংয়ে মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ-ক্যাটরিনা। ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রায়।

এই  ছবিতে শাহরুখ-ক্যাটরিনা ছাড়াও অভিনয় করছেন আনুশকা শর্মা। বড়দিন সামনে রেখে চলতি বছরের ২১ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কাজে ব্যস্ত থাকার সময় তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পরপরই তা ভাইলাল হয়ে যায়।

কাজ শেষে বাড়ি ফিরার সময় ছবি তোলেন শাহরুখ খান। ছবি তোলে সামাজিক মাধ্যমে  পোস্টে করে তিনি লিখেন,‘গাড়িতে করে আসতে আসতে রাস্তায় আমি এই ছবিটি তুলেছিলাম রঙিন অবস্থায়। কিন্তু ট্রাফিক জ্যামে পড়ে ছবিটির রং ধূসর হয়ে গেছে।’

অপরদিকে একই রাতে শুটিং সেট থেকে ছবি তুলে শেয়ার করেন ক্যাটরিনা কাইফ। ছবি শেয়ার করার পর পরই ভাইরাল হয়ে পরে। এর মধ্যে কাজের প্রতি তাদের অন্তরিকতা ফুটে উঠে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএইচ/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি