ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মধ্যরাতে শেষ প্রচার-প্রাচারণা, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২০ মে ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

রোরবার মধ্যরাতে শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার-প্রাচারণা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

আগামীকাল মঙ্গলবার ১৫৬ উপজেলায় হবে ভোট। এর মধ্যে ২৪টিতে ভোট হবে ইভিএমে। সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। 

নির্বাচন কমিশন থেকে এ ধাপে ১৬০ উপজেলার তফসিল দিলেও চারটিতে ভোট বন্ধ রয়েছে। তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৬৩৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন। 

অবশ্য তিন পদে এরই মধ্যে ২২ জন বিনাভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার আদর্শ সদর ও চট্টগ্রামের রাউজানের তিন পদের কোনোটিতে ভোট লাগছে না। 

কমিশন সূত্রে জানা গেছে, ১৩ হাজার ১৬ কেন্দ্রের ৯১ হাজার ৫৮৯ ভোট কক্ষে ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। পুরুষ ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৪৬৪, নারী ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ ও ২৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। 

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে ৮৯ হাজার ৮৬৩ পুলিশ ও ১ লাখ ৯৩ হাজার ২৮৭ আনসার সদস্য দায়িত্বে থাকবেন। 

এছাড়া সারাদেশে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এসব প্লাটুন বেসামরিক প্রশাসনের সহায়তায় কাজ করবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি