মধ্যরাতে শেষ হচ্ছে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা
প্রকাশিত : ০৯:৩৪, ২ জুন ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ২ জুন ২০১৬
আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৬ষ্ঠ এবং শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কিছু কিছু এলাকায় প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
৬ষ্ঠ দফা ভোটের মধ্য দিয়ে সারাদেশে শেষ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ সময়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা।
ঢাকা জেলার সাভার উপজেলায় বনগাঁ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। তবে, ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন প্রার্থীদের কেউ কেউ।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নেও নির্বাচন এই দফায়। যোগ্য প্রার্থীদের ভোট দেয়ার কথা জানিয়েছেন এই এলাকার ভোটাররা।
অভিযোগ আর পাল্টা অভিযোগ আছে মাদারীপুরের শিবচর উপজেলার ৩ ইউনিয়নে।
রাজশাহীর পবায় ৭টি, মোহনপুরে ৬টি এবং বাঘা উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন হবে। দলীয় প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন। তবে, ভোটাররা জানিয়েছেন, যোগ্য ও সৎ প্রার্থীদেরই বেছে নেবেন তারা।
ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন