মন ভাল করতে ‘সুখবর’ শোনাবে গুগল
প্রকাশিত : ১৬:০০, ২৫ আগস্ট ২০১৮
দিনের শুরুটা সকাল। সকালটা তাই সুন্দর হোক এটাই সবার প্রত্যাশা। সকালের মনকে রাঙ্গাতে ও সম্পর্ককে আরো গভীর করতে সুর মেলানো হয়-‘তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না’ আরো কত কিছু।আসলে সারাটা দিন যেন সুন্দর যায় সে জন্য সকালে কেউ খারাপ খবর শুনতে চাই না। তাই অনেকে আবার পত্র-পত্রিকার খারাপ খবরগুলোও এড়িয়ে চলার চেষ্টা করে। শুধুই ভালো খবর শুনতে চাই। যাতে তার মন ভালো থাকে। কাজে মনোনিবেশ করতে পারে।
তবে অবাক করা বিষয় হলো ভালো খবর শুনতে এখন আর কারো পত্রিকার এক পাতা থেকে আর এক পাতায় চোখ বোলাতে হবে না। ভাল খবর শোনাতে এবার অভিনব উদ্যোগ নিল গুগল। না কোনও খারাপ খবর নয়, সকালে উঠে আপনি চাইলেই আপনাকে বাছাই করা ভাল খবর শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট।
আসলে খবরই তো আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, দুনিয়াকে নতুন করে চেনায় সংবাদমাধ্যমগুলিই। আপনার ভাল আপনার মন্দ সব কিছু আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্বও সংবাদমাধ্যমগুলিরই। কিন্তু সস্তা চটকদারীতার জন্য অনেক সংবাদমাধ্যমই আর ভাল খবর সেভাবে দেখাতে চায় না। আজকের দুনিয়ায় খবর সরবরাহের সবচেয়ে বড় মাধ্যম গুগল। তাই বেছে বেছে শুধু ভাল খবরগুলি দেখানোর উদ্যোগ নিচ্ছে গুগল। আপনাকে শুধু গুগল অ্যাসিস্ট্যান্ট অন করে বলতে হবে ‘Hey Google, tell me something good’ (গুগল, আমি ভাল কিছু শুনতে চাই)। বাস, বাকি কাজটা করে দেবে এই সার্চ ইঞ্জিনই। খুন, ধর্ষণ বা রাহাজানি নয়, গোটা বিশ্বের বাছাই করা ভাল খবরগুলি সে বেছে দেবে আপনার জন্য।
গুগলের দাবি, আপনাকে সেই সব খবরই দেওয়া হবে যা আপনাকে আশাহত করবে না। বরং নতুন করে আপনার মধ্যে আশার সঞ্চার করবে, সেই সব খবর দেখানো হবে যা আপনাকে বিরক্ত করবে না, বরং আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে। এর জন্য একটি বিশেষ নিউজ এজেন্সিও তৈরি করেছে গুগল। এই এজেন্সিটির কাজই হবে গোটা বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ভাল ভাল খবরগুলি বাছাই করা। সেই বাছাই করা খবরগুলিই দেখানো হবে আপনাকে।
আরকে//
আরও পড়ুন