ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পরিষদের সভাপতি ড. হালিম, সম্পাদক সুবোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ২২ জুলাই ২০২০

লেখক ও গবেষক ড. হালিম দাদ খান ও আচার্য সুবোধ শাস্ত্রী

লেখক ও গবেষক ড. হালিম দাদ খান ও আচার্য সুবোধ শাস্ত্রী

বিশিষ্ট লেখক, সম্পাদক  ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ স্মরণে প্রতিষ্ঠিত ‘মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পরিষদ’ -এর কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার রাজধানীর আদাবরে অনুষ্ঠিত অস্থায়ী কার্যালয়ে এক সভায় কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ড. হালিম দাদ খান, সঞ্চালক হিসাবে সভা পরিচালনা করেন আচার্য সুবোধ শাস্ত্রী। 

সভায় সর্ব সম্মতিক্রমে লেখক ও গবেষক ড. হালিম দাদ খান সভাপতি ও আচার্য সুবোধ শাস্ত্রীকে সাধারণ সম্পাদক করা হয়।

সহসভাপতি কবি ও সংগঠক চৌধুরী নূরুল হুদা, সহসাধারণ সম্পাদক সৈয়দ সারোয়ার হোসেন, সাহিত্য সম্পাদক কবি জাহাঙ্গীর আলম জাহান, গবেষণা সম্পাদক লেখক ও গবেষক আলী
আহম্মদ খান আইয়োব, দপ্তর সম্পাদক লেখক ও সাংবাদিক আনোয়ার কাজলকে করা হয়েছে।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে আছেন- লেখক ও গবেষক আহমেদ ফখরুদ্দিন, সাংবাদিক মু আ লতিফ, কথা সাহিত্যিক হামিদুল আলম সখা, কবি ও সাংবাদিক সৌরভ জাহাঙ্গীর, কবি ও কথাসাহিত্যিক মফিদা আকবর, লেখক ও গবেষক অধ্যক্ষ মান্নান ফরিদী, সাংবাদিকি লতিফুল বারী হামীম, লেখক এহতেশাম পারওয়েজ, লেখক অধ্যাপক মহিবুর রহিম, লেখক সাঈদ আহমদ আনীস, মিসেস আনোয়ারা জেবুন্নাহার ও তানভীর জাহান চৌধুরী

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি