ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে প্রতিমা ভাংচুর

প্রকাশিত : ১১:৫৩, ১৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৩, ১৭ নভেম্বর ২০১৬

ঝালকাঠি শহরের বারচালায় কালী মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় মন্দির কমিটি ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত শহরের কালী মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। সেসময় সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়। কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ভানু জানান,  চাল ব্যবসায়ীদের সাথে জমি নিয়ে একটি মামলা চলছিল। ওই চাল ব্যবসায়ীরাই মন্দির ও প্রতিমা ভাংচুর করে বলে দাবী তার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি