ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মমতার উত্তরসূরি অভিষেক-শুভেন্দু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৪০, ৩ ফেব্রুয়ারি ২০১৮

তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, তৃণমূলের কোনো অস্তিত্বই থাকবে না। রাজনৈতিক মহলে থেকে রাজ্যের ক্ষমতাসীন দল সম্পর্কে এমন বিশ্লেষেই পাওয়া যায়। কিন্তু মমতা না থাকলেও তৃণমূল থাকবে। শুক্রবার একথা নিজমুখেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমেই নবীন প্রজন্মকে দলে আহ্বান জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি জানিয়ে দেন, তৃণমূলের ভবিষ্যত সুনিশ্চিত।

মমতা বলেন, আমি মরে গেলেও তৃণমূল থাকবে। কারণ আগামী ৩০ বছরের জন্য আমি দল তৈরি করে দিয়েছি। তাঁর অবর্তমানে দলের ব্যাটন যে, নব প্রজন্মের অভিষেক-শুভেন্দুর হাতে যাবে তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র: জিনিউজ

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি