ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মমতার নাক কাটার হুমকি দিলেন বিজেপি নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৬ নভেম্বর ২০১৭

বলিউডের বহুল কাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘পদ্মাবতীকে’ সমর্থন করায় এবার  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতা সুরজ পাল আমু।

মমতাকে ‘শূর্পনখা’ আখ্যা দিয়ে হরিয়ানা প্রদেশের বিজেপির এই নেতা বলেন, জানতে পেরেছি মমতা কলকাতায় সঞ্জয় লীলা ভংসালীকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁকে মনে করিয়ে দিতে চাই এটা রামের ভাই লক্ষ্মণের ভূমি। এটা উল্লেখ করার প্রয়োজন নেই যে, লক্ষ্মণ শূর্পনখা-র কী অবস্থা করেছিল।

এর আগে পদ্মাবতী নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় লীলা ভানসালীকে আক্রমণ করেছেন কট্টরপন্থী এই নেতা। তীর্য্ক ভাষায় আক্রমণের ঘটনায় কেন্দ্র থেকে শোকজ করা হয়েছিল তাকে। একইসসঙ্গে পদ্মাবতী নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দেওয়া হয়েছিল।

দলের সেই নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করে শনিবার ফের সেই পথেই পা বাড়ালেন আমু।

সূত্র: আনন্দবাজার

এমজে/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি