ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মমর নতুন বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৩১ ডিসেম্বর ২০১৭

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে ২০১৭। শুরু হচ্ছে নতুন বছর। নতুন ভাবনা আর নতুন পরিকল্পনায় যাত্রা শুরু করবে ২০১৮। শোবিজ তারকাদের নতুন বছরও শুরু হচ্ছে ভিন্ন ভিন্ন আয়োজন আর পরিকল্পনায়। বছরের প্রথম দিন থেকেই ‘ঘরে বাইরে’ নামের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে যাত্রা শুরু করছেন অভিনেত্রী জাকিয়া বারি মম।

মতিয়া বানুর শুকুর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। সুখ-দুঃখ, সংকট, সংশয়, টানাপোড়েন আর সংগ্রামের মধ্য দিয়ে কীভাবে কাটে মানুষের জীবন? নানা সংকটে থাকা মানুষও ভালোবাসতে জানে। প্রতিনিয়ত নতুন নতুন স্বপ্ন দেখে। এটিই হচ্ছে ধারাবাহিকটির গল্পের উপজীব্য।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘ঘরে বাইরে মূলত আমাদের দৈনন্দিন জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। নতুন বছরে আমার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারে আসবে। এটি দিয়েই যাত্রা শুরু হচ্ছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’

নতুন বছরের প্রথম দিন থেকে সপ্তাহের রবি ও সোমবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটি।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি