মরক্কোর মুহুর্মুহু আক্রমণ, তবুও এগিয়ে ফ্রান্স
প্রকাশিত : ০২:০০, ১৫ ডিসেম্বর ২০২২ | আপডেট: ০২:০৫, ১৫ ডিসেম্বর ২০২২
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিপক্ষের কোনো গোল হজম করেনি মরক্কো। কিন্তু কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে শুরুতেই গোল হজম করে বসে আফ্রিকান লায়নসরা।
আল বাইত স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই ফরাসি ডিফেন্ডার হার্নান্দেজের দুর্দান্ত এক গোলে শুরুতেই এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপিয় জায়ান্টদের বিপক্ষে নিজেদের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামে মরক্কো।
তবে শুরুতেই প্রতি আক্রমণ থেকে গোল খেয়ে বসে ইতোমধ্যেই ইতিহাস গড়া আফ্রো-আরবিয় দেশটি।
লুকাস হার্নান্দেজ ইনজুরিতে পড়ায় বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে সুযোগ পান থিও হার্নান্দেজের। কোচের আস্থার প্রতিদান দিতে বেশি সময় নেননি এই ফুটবলার।
ম্যাচের পঞ্চম মিনিটে মরক্কোর ডি-বক্সে সুযোগ পেয়ে ভালোভাবেই সেটা কাজে লাগান থিও। তার বা পায়ের দারুণশটে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ফ্রান্স। যার সুবাদে বিশ্বকাপের সেমিফাইনালটা দারুণভাবে শুরু করলো দিদিয়ের দেশমের দল।
তবে মুহুর্মুহু আক্রমণ সাজালেও প্রথমার্ধে ফরাসি রক্ষণব্যূহ ভাঙতে পারেননি হাকিমিরা। আসরাফ হাকিমি-জিয়েচদের আক্রমণ কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় মরক্কানদের।
এনএস//