মরুভূমিতে আটকা পড়েছে ৩০০ আইএস যোদ্ধা
প্রকাশিত : ১১:৫৬, ৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২০:১২, ৩ সেপ্টেম্বর ২০১৭
সিরিয়ার মরুভূমিতে ইসলামিক স্টেট গোষ্ঠীর ২০টিরও বেশি যানবাহনের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন। এই গাড়িগুলো মরুভূমিতে কয়েক দিন ধরে আটকে পড়া প্রায় ৩০০ আইএস যোদ্ধা এবং তাদের পরিবারকে সাহায্য করতে এসেছিল বলে জানিয়েছে মার্কিন কোয়ালিশন বাহিনী।
কোয়ালিশন জানায়, এদের মধ্যে `অভিজ্ঞ যোদ্ধারা` থাকলেও তাদের সাথে নারী ও শিশু থাকায় তাদের ওপর বোমা ফেলা হয়নি।
আইএস যোদ্ধারা সম্প্রতি লেবানন-সিরিয়া সীমান্তে হেজবুল্লাহর সাথে এক লড়াইয়ে পরাজিত হয়। এতে দখলে থাকা আল-সুখনা নামে শেষ ভূখন্ডটি হারায় তারা। পরে লেবাননের হেজবুল্লাহর সাথে তারা এক সন্ধি করে এবং হেজবুল্লাহ তাদের সিরিয়ার পূর্বাঞ্চলে অন্য একটি আইএস নিয়ন্ত্রিত এলাকায় চলে যাবার অনুমতি দেয়।
কিন্তু মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন তাদের পথ আটকে দেয়। তারা বোমা ফেলে রাস্তা ধ্বংস করে দিলে প্রায় তিনশ` আইএস যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী বাসগুলো মরুভূমিতে আটকা পড়ে্।
সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় হুমায়না এবং আল-সুখনা নামে দুটি শহরের মাঝখানে মরুভূমিতে আটকা পড়েছে এই বাসগুলো।
একজন ঊর্ধ্বতন মার্কিন জেনারেল বলেছেন, ইসলামিক স্টেটের প্রধান আবুবকর আল-বাগদাদি সম্ভবত এখনো বেঁচে আছেন। মে মাসে রাশিয়া দাবি করেছিল, সিরিয়ার রাক্কায় তাদের চালানো এক আক্রমণে আল-বাগদাদি `খুব সম্ভবত` নিহত হয়েছেন। এর আগেও বহুবার বাগদাদির মৃত্যুর খবর বেরিয়েছিল।
আর/ডব্লিউএন
আরও পড়ুন