ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মর্যাদাহানির চিরায়ত চিত্র কেন্দ্রীয় শহীদ মিনারে (ভিডিও)

আদিত্য মামুন, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ১১ মার্চ ২০২৩

ক্যালেন্ডারের পাতায় সবেই পেরোলো ভাষার মাস- ফেব্রুয়ারি; বছরজুড়ে অবহেলা আর মর্যাদাহানির চিরায়ত চিত্র ফিরেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সারাবিশ্বে ভাষাপ্রীতি আর অধিকারের প্রশ্নে যে জাতির নাম সর্বাগ্রে উচ্চারিত, সে দেশেই শহীদ মিনারের এমন সম্মানহানি যেনো দেখার নেই কেউ। 

১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাণ দেয়া জাতি বাঙালি। ভাষা-সংস্কৃতির প্রশ্নে পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে যে জাতিয়তাবাদী আন্দোলনের সূচনা তারও নেপথ্যে এই ভাষা ও শহীদদের রক্তের শপথ। 

সদ্যই ভাষার মাস পেরিয়ে রক্তস্নাত স্বাধীনতার মাসে উপনীত হয়েছে বাঙালি। ভাষার ভিত্তিতে যে রাষ্ট্রের পত্তন- শহীদদের স্মারক স্মৃতির মিনার যে জাতির গর্ব আর অহংবোধের প্রতীক- তা যেন শুধু কথার কথা।

শহীদ মিনারকে কেন্দ্র করে অনুষ্ঠান-আয়োজন আর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমাগমে নেই কোনো বিধিনিষেধ। নেই শহীদবেদী রক্ষণাবেক্ষণে কোনো তদারকিও। যে যার মতো অনায়াসে জুতা পায়ে উঠে যাচ্ছেন মূলবেদীতে।

নতুন প্রজন্মের সদস্যদের শহীদ মিনারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকদের আগমন ঘটলেও উপেক্ষিত থেকে যাচ্ছে শহীদদের মর্যাদার বিষয়টি। শিক্ষিত-সচেতনদেরও এ সংক্রান্ত সম্মান-সৌজন্যবোধের অভাব রয়েছে।  

আড্ডা, ফটোসেশন ছাড়াও হকারসহ উদ্বাস্তু মানুষের ঠিকানা হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। নামমাত্র নির্দেশনা ঝুলিয়ে রাখা হলেও নেই বাস্তবায়ন। তত্ত্বাবধায়ক থাকলেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি