ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

মশক নিধন কর্মসূচি জোরদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২১ মে ২০১৭ | আপডেট: ১৮:২৩, ২১ মে ২০১৭

চিকুনগনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন কর্মসূচি জোরদার করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘ক্রাশ প্রোগ্রামের’ উদ্বোধন করেন মেয়র সাঈদ খোন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, মশাবাহিত রোগ চিকুনগনিয়া নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এখন পর্যন্ত সারা দেশে দেড় শতাধিক মানুষ চিকুনগনিয়া রোগে আক্রান্ত হয়েছে বলে জানান তিনি। সময়মতো সঠিক চিকিৎসায় মাত্র সাত দিনেই এ রোগ নিরাময় সম্ভব। এদিকে চিকুনগনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি