ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মসজিদ. মন্দির ও গির্জায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত ও প্রার্থনা

প্রকাশিত : ১৯:১৯, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:২৮, ১৫ আগস্ট ২০১৬

জাতীয় শোক দিবস উপলক্ষে মসজিদ. মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এতে বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। বলা হয় বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই বিশ্ব মানচিত্রে মাথা উচুঁ করে দাড়াতো। ১৫ই আগস্টে বর্বর হামলায় বঙ্গবন্ধু সহ নিহতদের স্মরনে বিভিন্ন স্থানে কোরান খতম দেয়া হয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ছাত্র লীগের কেন্দ্রীয় নেতারা মোনাজাতে অংশ নেন। বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিভিন্ন ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। এসব প্রার্থনায় হিন্দু ধর্মীয় নেতারা অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার প্রতিবাদে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি