মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে শপথ নিলেন মুসলিম চৌধুরী
প্রকাশিত : ১৮:৫৬, ১৭ জুলাই ২০১৮
মোহাম্মদ মুসলিম চৌধুরী
মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে আজ মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন সদ্য বিদায়ী অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি পাঁচ বছরের জন্য এ পদে নিযুক্ত হলেন।
সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকরা, সাবেক মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকরা, নবনিযুক্ত ভারপ্রাপ্ত অর্থসচিবসহ অর্থমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩ অক্টোবর অর্থ সচিবের দায়িত্ব দেওয়া হয় মুসলিম চৌধুরীকে। তার আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন তিনি।
এসএইচ/
আরও পড়ুন