মহাকবি কায়কোবাদ স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত : ০০:০০, ৩১ জুলাই ২০১৮
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে মহাকবি কায়কোবাদ স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ রোববার একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬.৩০টায়।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফাতেমা কাওসার। আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসএইচ/
আরও পড়ুন