মহাকাশে ভয়ঙ্কর গ্রহাণু!
প্রকাশিত : ২১:১২, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:২৩, ১৬ জানুয়ারি ২০১৮
মহাকাশে মাথার খুলির মত দেখতে একটি ভয়ঙ্কর গ্রহাণু দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি প্যান-স্টারস টেলিস্কোপে ৭০০মিটার চওড়া এই গ্রহাণুটি দেখে ঘাবড়ে যান বিজ্ঞানীরা। এই বিশেষ গ্রহাণুটির নাম টিবি ১৪৫।
গবেষণায় দেখা গেছে, গ্রহাণুটি দেখতে একেবারে মানুষের মাথার খুলির মত। তবে এরকম গ্রহাণুর দেখা এই প্রথম নয়।
২০১৫ সালের হ্যালোইনের সময় প্রথম দেখা গিয়েছিল এই গ্রহাণুটি। পৃথিবীর কক্ষপথ থেকে ১লক্ষ ২৫হাজার কিলোমিটার দূর দিয়ে গিয়েছিল খুলির মত দেখতে এই গ্রহাণুটি।
২০১৫ সালের পর আবার চলতি বছরের নভেম্বরে সেই দৃশ্য দেখা যেতে চলেছে। তবে, আগেরবারের থেকে এটি পৃথিবীর কক্ষপথের অনেক কাছাকাছি আসবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি দেখতে একেবারে গাঢ় ছাই রংয়ের।
পৃথিবীর সঙ্গে চাঁদের যে দূরত্ব। সেই দূরত্বেই অবস্থান করবে এই গ্রহাণুটি। মহাকাশচারীরা জানাচ্ছেন, এই গ্রহাণুটি তার নিজস্ব কক্ষপথে ২ দশমিক ৯৪ ঘণ্টায় ঘুর্ণন সম্পন্ন করে।
সূত্র: টাইম
/এম/
আরও পড়ুন