মহাত্মা গান্ধীর সেরা ৭ উক্তি
প্রকাশিত : ১৫:২৫, ২ অক্টোবর ২০১৮

অহিংস আন্দোলনের পুরোধা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিন আজ। গান্ধীর মৃত্যু হলেও তাঁর দর্শন আজো অমর পৃথিবীজুড়ে। তাঁর অহিংস নীতি এখনও সবার মুখে মুখে-অন্তরে।
এই দিনে দেখে নেওয়া যাক গান্ধীজীর কিছু বিশেষ বাণী, যা আজও উদ্বুদ্ধ করে সমাজকে।
জীবন দর্শন
জীবন দর্শন সম্পর্কে গান্ধীজীর একটি অমর উক্তি হল- `জীবন নশ্বর, তাকে অমর করতে শেখো।` এই উক্তি যুগে যুগে তারুণ্যকে নতুন উদ্যমে এগিয়ে যেতে শিখিয়েছে।
মানবিক গঠন
মানবিক গঠন কেমন হওয়া উচিত? মানসিক বিকাশই বা কেমন হওয়া উচিত? এসব প্রশ্নের উত্তর দিতে পারে গান্ধীজীর আরও একটি বাণী। সেটি হলো-`একজন মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত, তার ভাবনার মতোই তার ভবিষ্যতের চেহারা হয়।`
ক্ষমতার ব্যবহার
ক্ষমতা কীভাবে ব্যবহার হতে পারে? এই কৌতূহল নিরসন করে গান্ধীজীর বক্তব্য, `দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না, ক্ষমা শক্তিমানের ধর্ম`।
মনোবল
মনোবল কী রকম হওয়া প্রয়োজন? শক্তির উৎস আর মনোবলের মধ্যে সম্পর্ক কী, এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। এক্ষেত্রে গান্ধীজীর একটি বাণী উল্লেখ্য, `শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের বলের মাধ্যমে`।
মানসিক নিয়ন্ত্রণ
নিজেকে মানসিকভাবে নিয়ন্ত্রিত রাখবার জন্য কীরকম মনোভাবের প্রয়োজন? উত্তর দিচ্ছে গান্ধীজীর আরও একটি উক্তি-` নিজেকে পালটাও, নিজকে নিয়ন্ত্রণ করতে পারবে`।
অহিংসা
অহিংসার পাঠ তিনি আজীবন সারা বিশ্বকে পড়িয়ে এসেছেন। আফ্রিকা থেকে ভারত, তাঁর দেখান রাস্তায় চলে শিখেছে হিংসা আন্দোলনের প্রাসঙ্গিকতা। গান্ধীজী বলেছেন,`অহিংসভাবে তুমি গোটা বিশ্বকে আন্দোলিত করতে পার।` `গোটা বিশ্বকে অন্ধ করে দেবে ..` `গোটা বিশ্বকে অন্ধ করে দেবে ..` অহিংসার নজরে সবাইকে দেখা উচিত। এমনই শিক্ষা দিয়েছে গান্ধীজীর আরও এক বাণী-`চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধ করে দেবে`।
বিপ্লব
বিপ্লব নিয়ে গান্ধীর উল্লেখ্যযোগ উক্তি হচ্ছে-‘পৃথিবীটাকে যেভাবে বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটা তোমার নিজের মধ্যে আনো।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
/ এআর /