ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মহানগরীর পূজা মন্ডপে ১৪ লাখ ২০ হাজার টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

প্রকাশিত : ১৮:০৬, ৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:০৬, ৭ অক্টোবর ২০১৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগরীর ২শ’ ৮৪টি পূজা মন্ডপে ১৪ লাখ ২০ হাজার টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুদানের অর্থ বিভিন্ন পূজা মন্ডপের আয়োজকদের হাতে তুলে দেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় এই উৎসাবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং দু:স্থদের মধ্যে কাপড়ও বিতরণ করা হয়। এসময় মেয়র বলেন, চট্টগ্রাম নগরী সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানে সকল ধর্মের মানুষ নির্বিঘেœ নিজ নিজ ধর্ম পালন করে আসছে। নগর বাসিন্দারা বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার। এবারো শান্তিপূর্ণভাবে দূর্গাপজা উদযাপিত হচ্ছে বলেও জানান মেয়র। এদিকে ক্লিন ও গ্রিন সিটি কর্মসুচী বাস্তবায়নে সিটি কর্পোরেশনকে ৫টি রিক্ধসঢ়;শা ভ্যান দিয়েছে এক ব্যবসায়ী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি