মহাবিশ্ব ধ্বংস হবেই!
প্রকাশিত : ১৯:৫৮, ২৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:৫৯, ২৯ অক্টোবর ২০১৭
বিজ্ঞান সত্যিই বিস্ময়কর একটি বিষয়। বিজ্ঞানীরা অনেক বিষয় আবিষ্কারের মাধ্যমে চমকে দিয়েছেন বিশ্বকে। তবু অনেক বিষয় রহস্য হয়ে আজো রয়ে গেছে আবিষ্কারের বাইরে। সম্প্রতি বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীগণ আরো একটি বিষয় উদ্ঘাটন করেছেন। বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটা ভবিষ্যৎবাণী করেছেন যা শুনে রীতিমতো অবাক হবেন সবাই।
মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে – এমনটাই দাবি করছেন একদল বিজ্ঞানী। সুইজারল্যান্ডের সায়েন্স এলার্টের প্রতিবেদনে বলা হয়, সব কিছু যেভাবে সৃষ্টি হয়েছে ঠিক সেভাবেই সেগুলো ধ্বংস হয়ে যাবে। গবেষক দলের একজন হলেন ক্রিশ্চয়ান স্মোরা। তিনি বলেন, "আমাদের সমস্ত পর্যবেক্ষণ শেষে আমরা জানতে পারি যে মহাবিশ্ব আসলে চিরস্থায়ী কোনো বস্তু নয়। কিছু বিষয় আমরা আজো ঠিক মতো ধরতে পারিনি। সেগুলো বোঝার জন্য আমাদের বিগ ব্যাং থিওরিতে ফিরে যেতে হবে।”
গবেষকগণ দাবি করেন যে, সম ক্ষমতা সম্পন্ন্ প্রতিটি কণা তার বিপরীতধর্মী কণার কাছাকাছি আসলে তারা একে অপরকে কিছুটা হলেও ধ্বংস করে। এভাবে প্রতিনিয়তই ধ্বংস প্রক্রিয়া চলে। তাই মহাবিশ্ব একসময় ধ্বংস হয়ে যাবে। তবে সেটা আজকেই নয়।
সূত্র : জি নিউজ
এমআর/ডব্লিউএন
আরও পড়ুন