ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মহাসমাবেশে গাইলেন রওশন এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ২০ অক্টোবর ২০১৮ | আপডেট: ২১:৫২, ২০ অক্টোবর ২০১৮

জাতীয় পার্টির মহাসমাবেশে এবার গান গাইলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলের সিনিয়র কো- চেয়ারম্যান রওশন এরশাদ। তার এ দলীয় সঙ্গীত পরিবেশনের সময় একই সুরে সুর মেলালেন দলের শীর্ষ নেতারা।

শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন ‘সম্মিলিত জাতীয় জোট’র মহাসমাবেশে তিনি এ সঙ্গীত পরিবেশন করেন।

সমাবেশে বক্তব্য দেয়ার শেষপর্যায়ে দলীয় সঙ্গীত ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম’ পরিবেশন করেন। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা মুহুর্মুহু করতালি দেন।

সমাবেশে সঙ্গীত পরিবেশনের আগে রওশন এরশাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, আর এরশাদ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। দেশবাসী এরশাদ শাসনামলেই স্বাধীনতার সত্যিকারের সুফল ভোগ করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি