ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ৪ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আগামীকাল এ সংবর্ধনার দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, “ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী কাল বিকেল সাড়ে তিনটায় গণভবনে বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।”

বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন সাংবাদিকদের জানান, “প্রধানমন্ত্রী কাল গণভবনে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এ জন্য আমরা খুবই আনন্দিত।”

গত ২৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় ভারতকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ মহিলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে নেপালকে পরাজিত করে। এরপর ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ দল ফাইনালে ওঠে।

 

এম/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি