ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মহীয়সী মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১৬ জানুয়ারি ২০২০

মহীয়সী মাজেদা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মৃত্যুবার্ষিকীতে আজ মরহুমার আজিমপুর কবরস্থান প্রাঙ্গণে সকাল ৭টা থেকে কোরআনখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া মরহুমার কনিষ্ঠ পুত্র দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমন্ডির বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি