মহেশখালীতে ঈদে নাশকতার চেষ্টার অভিযোগে জামায়াতের ৫ নেতা আটক
প্রকাশিত : ১৮:১২, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৫, ২৭ জুন ২০১৭
কক্সবাজারের মহেশখালীতে ঈদে নাশকতার চেষ্টার অভিযোগে অস্ত্র ও গুলিসহ জামায়াতের ৫ নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঈদ জামাতের আগে উপজেলা আমীরের ছোট ভাই সাদ্দাম ও জামায়াতের একদল সক্রিয় সদস্য ঈদগাহ মাঠে অস্ত্র নিয়ে লোকজনকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যায়। পরে তারা গোপন বৈঠক করে নতুন করে নাশকতার পরিকল্পনা করলে পুলিশ সেখানে অভিযানে চালায়। বৈঠক থেকে ৪ টি এলজি বন্দুক, ৭ টি কিরিচ ও ৬টি কার্তুজ সহ জামায়াতের ৫ নেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার দায়ে মামলা করা হয়েছে।
আরও পড়ুন