মহেশখালীতে ‘গোলাগুলিতে’ নিহত ১
প্রকাশিত : ১২:০৮, ৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:১১, ৫ ফেব্রুয়ারি ২০১৯
কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুই দল সন্ত্রাসীর মধ্যে কথিত গোলাগুলিতে সাহাব উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার ছোট মহেশখালীর কালমাদিয়া এলাকায় ‘গোলাগুলির’ এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক, চারটি এলজি ও ১৩টি কার্তুজও উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাহাব উদ্দিন কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মঙ্গলবার ভোরে কালমাদিয়া এলাকার গহিন বনে দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত দু’পক্ষের গোলাগুলির ফলে পুলিশ দীর্ঘক্ষণ ওই এলাকায় প্রবেশ করতে পারেনি। তিন ঘণ্টা পর গোলাগুলি থামলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সাহাব উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে।
একে//
আরও পড়ুন