ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মা’ বলে ‘গো’ বলার সুযোগ দেব না: শামীম ওসমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৪৪, ২১ অক্টোবর ২০১৮

পুরোনো ছবি

পুরোনো ছবি

Ekushey Television Ltd.

বিএনপি-জামায়াতের ‘ষড়যন্ত্রের’ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকেন। যারা আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তাদের সঙ্গে রাজনৈতিক চর্চা তো দূরের কথা, কোন আপোষ নেই। ২৭ অক্টোবর হলো ঘন্টা বাজানোর সভা। সেদিন `মা` বলে `গো` বলার সুযোগ দেব না বিএনপি-জামায়াতকে।

গতকাল শনিবার সন্ধ্যায় জালকুড়িতে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) নির্বাচনী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ থেকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করা হবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের জন্ম। নারায়ণগঞ্জ হলো রাজনীতির সূতিকাগার। নারায়ণগঞ্জ থেকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। সারাদেশে তা ছড়িয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সানাউল্লাহ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক সওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি