ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সোনিয়া গান্ধী হাসপাতালে

মা শঙ্কামুক্ত: রাহুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৮ অক্টোবর ২০১৭

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হিমাচল প্রদেশের শিমলায় অসুস্থ হয়ে পড়লে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে আসা হয়। দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে কংগ্রেস নেত্রী শঙ্কামুক্ত আছেন, এমটাই জানিয়েছেন তার ছেলে রাহুল গান্ধী। খবর এনডিটিভির।

এক টুইটে রাহুল লিখেন, ভয়ের কিছু নেই, মা ভালো আছেন। সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ।

হাসপাতালের চেয়ারম্যান ডি এস রানা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সোনিয়াকে হাসপাতালে আনা হয়। তিনি পেটের পীড়ায় ভুগছেন। পর্যবেক্ষণে রাখার জন্যই হাসপাতালে ভর্তি করে নেয়া হয়েছে।

জানা গেছে, শিমলায় একটি বাড়ি আছে সোনিয়ার। সেখানে বেড়াতে গিয়ে গতকাল শুক্রবার পেটের পীড়া শুরু হয় তার। এরপর তাকে দিল্লি পাঠানো হয়। এদিকে কংগ্রেস সভানেত্রীর হাসপাতালে ভর্তির খবর ছড়াতেই দলের নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েন।

মায়ের অসুস্থতার কথা জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘মা শিমলাতে ছিলেন। পেটের গণ্ডগোল হওয়ায় মাকে ফিরিয়ে এনেছি। চিন্তার কারণ নেই। মা এখন অনেক ভালো আছেন।’

/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি