ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মা

অজয় দাশগুপ্ত

প্রকাশিত : ১২:১৯, ১২ মে ২০২৪

মায়ের সাথে লেখক অজয় দাশগুপ্ত

মায়ের সাথে লেখক অজয় দাশগুপ্ত

Ekushey Television Ltd.

মায়ের কোন সংজ্ঞা তো নাই
মা হচ্ছেন মন
সময় মতো হাজির হবেন
যখন প্রয়োজন।

মাতৃ দুগ্ধে জীবন শুরু
ফেলছি যখন পা
পড়তে গেলে মাটি সহায়
সাথে থাকেন মা।

হাঁটি হাঁটি পা পা যাওয়া
বই পুস্তক খাতা
নিঝুম বাড়ি নিঝুম পাড়া
একলা জাগেন মাতা।

জ্বর অসুখে ক্লান্ত শরীর
দুঃখ তাপ ও শোক
সবাই থাকে যে যার মতো
পাহারায় মা'র চোখ। 

অদৃশ্য সে ভালোবাসা
শক্তি ও অসীম
নিজে তিনি খান নি ঠিকই 
তোমার মাংস ডিম।

সবাই খেয়ে খোশগল্পে
ছড়িয়ে দু হাত পা
রান্না ঘরে একলা জাগা
স্নেহের প্রপাত মা। 

আনন্দ আর উৎসবেতে
নতুন পরিধান
পুরনো সেই শাড়িতে মা'র
আনন্দ অম্লান।

যতো তুমি বাড়তে থাকো
যতোই হও বড়ো
বিপদ আপদ সংকটে ঠিক
মায়ের আঁচল ধরো।

এমন কোন জায়গা থাকে
যেখানে নেই তিনি?
গান কবিতা গল্প নাটক
হাজার মা'কে চিনি।

দুঃখ ব্যাথা জীবন যাপন 
এই নিয়মের ধাঁচে
জীবন শেষে মানুষ ফেরে
সে মা'য়ের ই কাছে।

কারো মা হন গোলাপ বকুল
কারো'র রক্ত জবা
আমার ও এক মা তো ছিলেন
মায়ের নামটি প্রভা।

সিডনি, ১২/৫/২৪

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি