মাইকেল ক্লিঙ্গার খুলনা টাইটান্সে
প্রকাশিত : ২০:১৪, ৩১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৩০, ১ নভেম্বর ২০১৭
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল ক্লিঙ্গার আসছেন বিপিএল খেলতে। এবারের আসরে খুলনা টাইটান্সের হয়ে খেলবেন ৩৭ বছর বয়সী এ ওপেনার। বিপিএলের অন্যতম শক্তিশালী এই ফ্রাঞ্চাইজিটি আশায় রয়েছে, অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানকে পুরো মৌসুমই দলে পাবে তারা।
দারুণ ফর্মে রয়েছেন ক্লিঙ্গার। চলতি বছর ২১টি টি-টোয়েন্টি ইনিংসে ১টি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরির ইনিংস রয়েছে তার। ব্যাটিংয়ে স্ট্রাইকরেট খুবই ঈর্ষনীয়, ১৩২ করে।
তবে জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যে সর্বোচ্চ স্কোর হলো ৬২, শ্রীলঙ্কার বিপক্ষে। বিগ ব্যাশ লিগে পার্থ স্কোরচার্সের হয়ে খেলেন ক্লিঙ্গার। ইংলিশ কাউন্টি ক্রিকেটের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলেন গ্লচেস্টারশায়ারের হয়ে। সূত্র : গ্লোস্টারশায়ার ক্রিকেট।
এমআর