ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মাইকেল ফ্লিনকে নিয়ে আবারও উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ৯ মে ২০১৭

রুশ আঁতাতের অভিযোগে বরখাস্ত হওয়া মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে নিয়ে আবারও উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল।

স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা নিয়ে সিনেটের জুডিশিয়ারি কমিটির শুনানিতে উঠে আসে ফ্লিনের কথা। সাবেক মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস কড়া ভাষায় ফ্লিনকে আক্রমন করেন। দাবি করেন, রুশ ব্ল্যাকমেইলের শিকার ফ্লিন। জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক জেমস ক্যাপলারও শুনানিতে অংশ নেন। এদিকে ফ্লিনের নিয়োগের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পকে আগেই সতর্ক করেছিলেন বলে জানা গেছে। আর এ সতর্কতা উপেক্ষা করে ফ্লিনকে নিয়োগ দিয়ে আবারও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। চলতি বছরের ফেব্র“য়ারিতে রুশ সংশ্লিষ্টতার অভিযোগে পদত্যাগে বাধ্য করা হয় ফ্লিনকে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি