ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

মাইকেল ফ্লিনের বিরুদ্ধে সমন জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১১ মে ২০১৭ | আপডেট: ১১:২০, ১১ মে ২০১৭

এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এবার রুশ আঁতাতের অভিযোগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে সমন জারি করেছে সিনেট ইন্টেলিজেন্ট কমিটি।
স্থানীয় সময় বুধবার সিনেট প্যানেল এই সমন জারি করে। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ সংক্রান্ত বেশ কিছু তথ্য ফ্লিনের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ফ্লিন তা দিতে অস্বীকৃতি জানায়। এদিকে জেমস কোমিকে বরখাস্তের পর এর পক্ষে সাফাই দিতে শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার বার্তায় তিনি বলেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট- দু’পক্ষেরই আস্থা হারিয়েছেন কোমি। তবে কোমিকে বরখাস্তের আকস্মিক সিদ্ধান্ত নিয়ে এখনও সমালোচনার ঝড় চলছে।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি