ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মাইক্রোসফটের সঙ্গে ডিজেআইয়ের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৮ মে ২০১৮

 উইন্ডোজ ১০-এর জন্য একটি নতুন ড্রোন এসডিকে বানাতে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে জোট বাঁধছে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই। এর ফলে নতুন ড্রোনটি থেকে উইন্ডোজ ১০ চালিত পিসিতে ডেটা পাঠানো যাবে, যা ডিজেআই ড্রোনগুলোকে সরাসরি উইন্ডোজ কম্পিউটারে যুক্ত করার ব্যবস্থা করবে। 

ড্রোনগুলো নিয়ন্ত্রণের সঙ্গে এই এসডিকে ডিজেআই ড্রোনগুলোর মাল্টিস্পেকট্রাল সেন্সর বা কাস্টম অ্যাকুরেটর-এর মতো হার্ডওয়্যারগুলোর মধ্যে সমন্বয় সহজ করবে। এর মাধ্যম নিজেদের ড্রোনগুলোর সাহায্যে ব্যবহারকারীদের কাজ করার পরিসরও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

এ ছাড়াও এই দুই প্রতিষ্ঠান ডিজেআই’এর বাণিজ্যিক সমাধানের জন্য পছন্দের ক্লাউড সেবাদাতা হিসেবে মাইক্রোসফট অ্যাজিউর ব্যবহারে একসঙ্গে কাজ করবে।

অংশীদারিত্ব ঘোষণার অনুষ্ঠানে এই জোট বাঁধার ফল কী হতে পারে তা প্রদর্শন করেছে প্রতিষ্ঠান দুটি। নতুন এসডিকে প্রযুক্তিযুক্ত ও অ্যাজিউর সমর্থিত একটি ডিজেআই ম্যাভিক ড্রোন দিয়ে একটি নষ্ট পাইপের ড্রোন ফুটেজ নেওয়া হয়। সঙ্গে সঙ্গেই এই ছবি একটি উইন্ডোজ ১০ অ্যাপে দেখা যায়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি