ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মাইগ্রেনের চিকিৎসায় মধুচ্ছন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ৯ অক্টোবর ২০১৮

 

মধুচ্ছন্দা অনেক কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে এর কিছু ওষুধি গুন রয়েছে। নিম্নে এর ওষুধি গুনগুলো তোলে ধরা হলো- 

১) গাছটি সুগন্ধি, সংকোচক, বমিকারক ও জ্বরঘ্ন।

২) মাইগ্রেনের মতো একপাশ্বিক মাথা ব্যাথায় ব্যবহার্য।

৩) পাতার রস চর্মরোগে ও বহুমূত্র রোগে ব্যবহার্য।

পরিচিতি-

সবুজ রঙের এ গাছগুলো যূথচর হিসেবে জন্মে। স্ট্রাইপ ৫-১০ সেন্টিমিটার লম্বা, গুচছকারের মতো ছড়ানো , গাঢ় আবলুস খয়েরি, পাতা বা ফ্রন্ড ১৫-৩০ সেন্টিমিটার লম্বা, সরল, পক্ষল,প্রায়ই প্রসারিত এবং শীর্ষে শিকড় আছে। পিনা ২ সেন্টিমিটার লম্বা সেরাই গোলাকৃতি।

 

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি