ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মাইলফলকের দ্বারপ্রান্তে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৩ জুন ২০১৮ | আপডেট: ২০:৪৯, ৩ জুন ২০১৮

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত অর্জনের যা কিছু ভালো তার সবই সাকিব আল হাসানের রয়েছে। দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার তিনি। ক্যারিয়ারে কত যে রেকর্ড গড়েছেন, তার ঠিক নেই। আর আজকের ম্যাচেও সাকিব আল হাসানের হয়ে যেতে পারে তার আরেকটি বড় রেকর্ড।

ভারতের দেরাদুনে আজ রাত সাড়ে ৮টায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটিতে দুটি উইকেট পেলেই বিরল কীর্তি গড়ে ফেলবেন টাইগার অলরাউন্ডার। এই দুই উইকেট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরমেট মিলিয়ে ৫০০ উইকেট এবং ১০ হাজার রান করা তৃতীয় ক্রিকেটার হবেন সাকিব। তার আগে এই কীর্তি দেখাতে পেরেছেন কেবল পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

তবে এদের থেকে এগিয়েই থাকবেন সাকিব। বিরল কীর্তিতে নাম লেখাতে আফ্রিদি আর ক্যালিসের লেগেছে ৫০০ ম্যাচেরও বেশি। আর আজকের ম্যাচটি হবে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ, সেটাও তো এক মাইলফলক!

আরকে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি