মাউসের মাধ্যমে মিথ্যাবাদী শনাক্ত!
প্রকাশিত : ১৬:১৮, ২ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৩৭, ২ জুলাই ২০১৭
মিথ্যাবাদী শনাক্তে সময়ের বিবর্তনে এসেছে অনেক প্রযুক্তি। এবার ‘কম্পিউটারের মাউসে’র নাড়াচাড়া দেখে বোঝা যাবে কে মিথ্যাবাদী কে সত্যবাদী।
গবেষকদের মতে, কম্পিউটারে মাউসের ব্যবহারের ধরণ দেখেই চেনা যাবে মিথ্যুক। হ্যাঁ মাউস ঘোরানোর ধরণ দেখেই বোঝা যাবে কম্পিউটারে করা কোনো প্রশ্নের উত্তরে কেউ মিথ্যা নাকি সত্যি বলছে। মাউসের সংকেতে চেনা যাবে মিথ্যাবাদীকে।
জানা গেছে, সত্য-মিথ্যা যাচাইয়ের এ গবেষণা চালিয়েছে ইতালির পাভোদা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি এ গবেষণায় ব্যবহার করেছে ‘আর্টফিসিয়াল ইন্টেলিজেন্স’ পদ্ধতি। এ পদ্ধতিতে রিভিউ ও ফেক ইন্সুরেন্স শনাক্ত করা যাবে।‘অ্যালগারিদম’ সিস্টেমে কিছু নমুনা উত্তর দেওয়ার মাধ্যমে এ গবেষণা চালানো হয়। যার মাধ্যমে মাউসের নড়ন-চড়ন দেখে মিথ্যাবাদীকে শনাক্ত করা হয়।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন