মা’কে পিঠে নিয়ে ২৯ মাইল পেরিয়ে বাংলাদেশে
প্রকাশিত : ১৭:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৪৮, ৯ সেপ্টেম্বর ২০১৭
মা’কে পিঠে নিয়ে ২৯ মাইল হেঁটে বাংলাদেশে এসেছেন রোহিঙ্গা সাইফুল্লাহ (৪৫)। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর তাণ্ডব থেকে জীবন বাঁচাতে ৯৫ বছর বয়সী মাকে নিয়ে একটানা চারদিন হেঁটেছেন তিনি।
তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সহায় সম্বল সব হারিয়ে নিজের প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন তারা।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আজ শনিবার পৌঁছান সাইফুল্লাহ। ক্যাম্পের দক্ষিণে বালুখালী এলাকায় কথা হয় সাইফুল্লার সঙ্গে। তখনও তার কাঁধে ছিলেন বৃদ্ধা মা। পাশে দাঁড়িয়ে বৃদ্ধ বাবা আবুল খায়ের।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর রাচিদং এলাকার ধইনচা পাড়ায় সাইফুল্লাহদের বাড়ি। কয়েকদিন আগে তাদের বাড়িঘর পুড়িয়ে দিলে প্রাণ বাঁচাতে পালিয়ে আসেন তারা। বাড়ি থেকে নাফ নদীর তীর পর্যন্ত ২৯ মাইল পথ হেঁটে এসেছেন তিনি।
বৃদ্ধ মাকে কাঁধে নিয়ে এই পথ পাড়ি দিতে সময় লেগেছে চারদিন।
সাইফুল্লাহ জানান, পরিবারের ১৮ জন সদস্য নিয়ে নাফ নদীর তীরে আসার পর ৮০ হাজার টাকায় নৌকা ভাড়া করেন। বাংলাদেশে প্রবেশের পর ট্রাকে করে উখিয়ার মনখালীতে আসেন। সেখান থেকে বালুখালী এলাকায়।
তিনি বলেন, আমার মা পক্ষাঘাতগ্রস্ত হয়ে ৪ বছর ধরে বিছানায় পড়ে আছেন, হাঁটতে পারেন না। বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর জান হাতে নিয়ে পালিয়ে এসেছি। মাকে কাঁধে নিয়ে ২৯ মাইল হাঁটতে হয়েছে। এরপর নৌকা ভাড়া করে এপারে এসেছি। আসার সময় পথে দেখেছি, অনেকে হাঁটতে না পারায় বৃদ্ধ বাবা-মাকে রাস্তার পাশে ফেলে চলে আসছে। কিন্তু আমি পারিনি। আমি মাকে কাঁধে করেই নিয়ে এসেছি।
সাইফুল্লার বাবা আবুল খায়ের বয়স প্রায় ১১০ বছর। তিনি বলেন, আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। কোন উপায় না পেয়ে তাই আমরা প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছি। একটু আশ্রয়ের আশায় পালিয়ে এসেছি। কোথাও ঠাঁই না পেলে মাঠে তাবু টাঙিয়ে দিন কাটাতে হবে।
ডব্লিউএন
আরও পড়ুন