মাকে বিদায় দিয়েই লাশ দুই ভাই
প্রকাশিত : ১৭:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০১৯
রাজু ও রানা। দুই ভাই। বাবা এক সময় প্রবাসী ছিলেন। সারা জীবনের জমানো অর্থ তুলে দিয়েছেন ছেলেদের হাতে। ছেলেরা বড় হয়েছে। তাদেরই সংসার চালানোর কথা। কিন্তু লাশ হয়ে গেলেন দুই ভাই।
সবকিছু ঠিকই চলছিল। কিন্তু আগুন পুড়ে স্বপ্নগুলো ছাই হয়ে যায় গতকাল মধ্যরাতে। দুই ভাই এক সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়। আজ বিকেলে তাদের ফুফাতো ভাই হাজী রফিক অপেক্ষা করছিলেন লাশ কাটা ঘরের সামনে। জানা যায় রাজু রানার মা সন্ধ্যার পর ওষুধ কিনতে এসেছিলেন। ওষুধ কিনে মাকে বাসায় পাঠানোর বিশ মিনিট পরেই সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটে।
খবর শোনার পর থেকে মা বারবার হুঁশ হারাচ্ছে। আর বিলাপ করে বলছে আমি কেন চলে এলাম। থাকলে ছেলেদের সঙ্গে আমিও যেতে পারতাম।
বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দ কুমার দত্ত সড়কের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে হেলিকপ্টারে করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
অবশেষে ১০ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ৮১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আআ/এসএইচ/
আরও পড়ুন