মাগুরায় কালিমন্দিরে সন্ত্রাসীগোষ্ঠির অনুপ্রবেশ সন্দেহে নিরাপত্তা ব্যাবস্থা
প্রকাশিত : ১৫:২২, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:২২, ১২ জুলাই ২০১৬
মাগুরা শহরের নতুন বাজার কালিমন্দিরে সন্ত্রাসীগোষ্ঠির সদস্যদের অনুপ্রবেশ সন্দেহে স্থানীয় পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে সন্দেহজনক চার যুবক একটি রিক্সায় মাগুরা কালিমন্দিরের সামনে নেমে তিনজন বাইরে অবস্থান নেয়। অপর যুবকটি হাতে ছোট ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ করে পুরোহিতকে খুঁজতে থাকে। এ সময় মন্দিরে উপস্থিতি পূজারিরা সন্দেহজনক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে তাবিজ নেওয়ার জন্য সেখান গিয়েছে বলে তাদের জানিয়ে সটকে পড়ে। এ ঘটনার পর মন্দিরে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে মাগুরা পুলিশ প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছেন।
আরও পড়ুন