ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ৯ মার্চ ২০২৫ | আপডেট: ১১:০৬, ৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি মাগুরায় বড় বোনের (শ্বশুর) বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা স্তম্ভিত করে দিয়েছে গোটাদেশকে। সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশুটির ছবি দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল ছবিটি ওই শিশুর নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ছবিগুলোর সঙ্গে মাগুরায় ৮ বছর বয়সী শিশুর ধর্ষণের কোনো সম্পর্ক নেই বরং, এগুলো একজন আলোকচিত্রীর ধারণামূলক ফটোশুটের অংশ।

এ বিষয়ে অনুসন্ধানে অনিন্দ্য দে নামের একজন আলোকচিত্রীর ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়। অপরদিকে মাগুরায় ৮ বছর বয়সী শিশু ধর্ষণের আলোচিত ঘটনাটি ঘটেছে চলতি মার্চ মাসে। অর্থাৎ, প্রচারিত ছবিটি ধর্ষণের ঘটনাটি ঘটার আগে থেকেই অনলাইনে বিদ্যমান।

উল্লেখ্য, অনিন্দ্য দে কর্তৃক প্রচারিত উক্ত ছবিগুলো এর আগে গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামে এতিম কিশোরী ধর্ষণের ঘটনার ছবি দাবিতেও প্রচার করা হয়েছে। সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। সেসময় এ বিষয়ে জানতে আলোকচিত্রি অনিন্দ্য দে’র সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। 

ওই টিমকে তিনি জানান, এটি কনসেপচুয়াল ফটোগ্রাফি বা ধারণামূলক আলোকচিত্র। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটি শিশু অপহরণের ঘটনার প্রেক্ষিতে তিনি ছবিগুলো তুলেছিলেন এবং সে সময় নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ছবিগুলো নতুন করে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।

তিনি আরও জানান, ছবিতে ধর্ষকের চরিত্রে অভিনয় করেছেন অন্তু, আর ভুক্তভোগী কিশোরীর ভূমিকায় রয়েছেন অর্পিতা। তারা দুজনই অনিন্দ্য দে’র ছোট ভাই-বোন।

পরবর্তীতে, অনিন্দ্য দে’র ফেসবুক আইডি থেকে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর প্রকাশিত একটি ফেসবুক পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়। 

সুতরাং, সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার সঙ্গে সম্পর্কিত দাবি করে একজন আলোকচিত্রীর পুরোনো মঞ্চস্থ ফটোশুটের ছবি প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি